Updated on : 25-02-2018
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ২০২১ সালে ৬০ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ আয়ের মধ্যে ৫০ বিলিয়ন ডলারই আসবে তৈরি পোশাক থেকে। বর্তমানে এ খাতে বছরে রফতানি ২৮ বিলিয়ন ডলারের কিছু বেশি। প্রতিযোগিতার বর্তমান পরিবেশে আগামী চার বছর নাগাদ বাড়তি ২২ বিলিয়ন ডলার আয় করা সহজসাধ্য নয়। এ অবস্থায় রফতানি পণ্য এবং বাজারের বহুমুখীকরণ একমাত্র পথ মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেছেন, রাজনৈতিক পরিবেশ এখন স্থিতিশীল, উৎপাদন কার্যক্রম চলছে নির্বিঘ্নে। পর্যাপ্ত দক্ষ জনশক্তি আছে। সহায়ক এ পরিবেশের সুযোগ কাজে লাগাতে হবে। 'তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ ও সহজীকরণ' শিরোনামের এক কর্মশালায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, ১৯৭২-৭৩ সালে ২৫টি পণ্য ৬৮টি দেশে রফতানি করত বাংলাদেশ। আয় ছিল ৩৪ কোটি ডলার। বর্তমানে ১৯৯ দেশে ৭৪৪ পণ্য রফতানি হয়। আয় আসে ৩৫ বিলিয়ন ডলার।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পোশাক খাতের কমপ্লায়েন্স পরিস্থিতি এখন অনেক ভালো। তবে চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এ বিষয়ে সরকারি নজরদারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পরামর্শ দেন তিনি। বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেন, পোশাক খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিবেচনায় মানবসম্পদ উন্নয়নের ওপর জোর দিতে হবে। এ প্রসঙ্গে শ্রমিক-কর্মচারীসহ ব্যবস্থাপনা পর্যায়ে প্রশিক্ষণের কথা বলেন তিনি।
বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ।
(সৌজন্যে: দৈনিক সমকাল )
Title | Category | Created On |
---|---|---|
MoU signed between Sonali Bank and CCI&E to simplify trade | Trade | 2021-01-12 12:25:15 |
Fair Technology to set up Hyundai car manufacturing plant in Bangladesh | General | 2021-01-12 12:09:14 |
Rice import duty reduced to 25 percent | Import/Export | 2021-01-03 15:44:30 |
Bangladesh to become 25th largest global economy by 2035: CEBR | General | 2021-01-03 15:39:56 |
BEPZA inks lease agreement virtually with Chinese company | General | 2021-01-03 15:32:40 |