Updated on : 13-02-2018
চামড়া শিল্পের আধুনিকায়নে চামড়াজাত পণ্য তৈরির সর্বাধুনিক মেশিনপত্র ও এক্সেসরিজ নিয়ে লেদারটেক বাংলাদেশ-২০১৭ তে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অংশগ্রহণকারী জানান, এ প্রদর্শনীর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেমন সহজেই তাদের প্রয়োজনীয় পণ্যের যোগান দিতে পারবেন। একইসঙ্গে বিনিয়োগকারীদের জন্যও বড় একটি ক্ষেত্রের সাথে সম্পর্ক তৈরি হবে।
চামড়া, প্লাস্টিক ও রেকসিনের পণ্য তৈরির বিভিন্ন মেশিন, ক্যামিকেল, চামড়া, রেকসিন নিয়ে লেদারটেক বাংলাদেশ-২০১৭ এর পঞ্চম আসরে অংশ নিয়েছে বিশ্বের ১৫টি দেশ। কিছু কোম্পানির পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে বিভিন্ন মেশিন কিনলে দেয়া হচ্ছে ৩০ থেকে ৩৫ বছরের ফ্রি সার্ভিসিংয়ের সুবিধাও। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে পঞ্চমবারের মতো এ আসরের মাধ্যমে বাংলাদেশের চামড়া শিল্প সংশ্লিষ্টরা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে চামড়া শিল্পের বাজার আশানুরূপ হওয়ায় এমন প্রদর্শনীর অপেক্ষায় থাকেন বিভিন্ন দেশের ব্যবসায়িরা।
সময় নিউজের প্রতিনিধিকে বিদেশী ব্যবসায়ীরা জানান, 'আমরা আশাবাদী এ প্রদর্শনীর মাধ্যমে আমাদের ভালো ব্যবসা হবে। কারণ চামড়া খাতের বড় বাজার হিসেবে বাংলাদেশ খুব পরিচিত। আশা করি এ মেলার মাধ্যমে আমাদের ব্যবসা আরও বাড়বে।'
আয়োজকরা বলছেন, এবার নিয়ে আসা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন মেশিন। যা উৎপাদন ব্যয় কমিয়ে লাভজনক করবে প্রতিষ্ঠানকে।
'আস্ক ট্রেড এন্ড এক্সিবিশনস লি.'র ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, 'এবার বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক টেকনোলজি নিয়ে আসা হয়েছে। আমাদের দেশের ব্যবসায়ীরা এ প্রযুক্তিগুলো দেখে যদি তাদের কারখানায় ব্যবহার করে তাহলে তারা উপকৃত হবে বলে আমি মনে করি।'
ভারত, কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, জাপানসহ ১৫টি দেশের ২৫০টি স্টল অংশ নিয়েছে এ আয়োজনে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে শনিবার।
হাতের স্পর্শ বা অটোমেটিক পদ্ধতিতে চামড়া, প্লাস্টিক বা রেকসিনের বিভিন্ন মডেলের জুতো তৈরি করা যায় এসব মেশিন দিয়ে। এমন সব মেশিন, কম্পোনেন্ট ও ক্যামিকেল নিয়ে লেদারটেক বাংলাদেশ-২০১৭ তে অংশ নিয়েছে বিশ্বের ১৫টি দেশ। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে পঞ্চমবারের মতো এ আসরের মাধ্যমে বাংলাদেশের চামড়া শিল্প সংশ্লিষ্টরা উপকৃত হবেন বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
(সৌজন্যে: সময় টিভি )
Title | Category | Created On |
---|---|---|
Bangladesh among top four countries in digital economy growth | Import/Export | 2019-11-25 00:44:38 |
Discussion on to sign FTAs with Sri Lanka, Bhutan, Indonesia | Import/Export | 2019-11-25 00:35:40 |
FTA being prioritized for trade expansion: Commerce Minister | Import/Export | 2019-10-20 00:40:46 |
Export target $54bn for FY20 | Import/Export | 2019-08-07 13:28:42 |
Govt will provide cash incentive to new products | Import/Export | 2019-08-07 13:23:58 |